বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)

FPAB

সর্বশেষ:

Latest news

পঠভূমি

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি)একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অরাজনৈতিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।১৯৫৩ সালে মরহুম ডাক্তার হুমায়রা সাইদেও নেতৃত্বে এ সংগঠনের জন্ম হয়।প্রাথমিক অবস্থায় দুটি উদ্দেশ্যকে সামনে রেখে এ প্রতিষ্ঠান কাজ আরম্ব করে। উদ্দেশ্যগুলো নিম্নরুপঃ

প্রথমতঃ মা ও শিশু স্বাস্থ্য কল্যানের লক্ষ্যে ও পরিকল্পিত পরিবারের ধারণাকে জনপ্রিয় করা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনে আগ্রহী দম্পতিদের প্রয়োজনীয় তথ্য ও সামগ্রী সরবরাহ করা।

দ্বিতীয়ত: পরিবার পরিকল্পনাকে জাতীয় কর্মসূচীতে অন্তভর্’ক্ত করা লক্ষ্যে সরকারের নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধিদেও উদ্বুদ্ধ করা।

ক্রমউপজেলার নামনিয়মিতঅনিয়মিতস্বেচ্ছাসেবীসর্ব্ মোট
সদর,দক্ষিণ সুরমাপুরুষমহিলামোটপুরুষমহিলামোটপুরুষমহিলামোট
01118191394012869197256

বাংলাদেশ সরকার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি:

প্রাপ্ত স্বীকৃতির নামপ্রদানকারী প্রতিষ্ঠানের নামতারিখ/সন
পরিবার পরিকল্পনা কার্যক্রম নীতিগত ভাবে অনুদান
বাংলাদেশ সরকার১৯৫৭
জাতীয় ভিত্তিক বেসরকারী সংস্থা (এফপিএবি) রাষ্টীয় জনসংখ্যা পুরুষ্কারবাংলাদেশ সরকার১৯৯০