বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)

FPAB

সর্বশেষ:

Latest news

লক্ষ্য ও উদ্দেশ্য

ঈইউ কার্যক্রমের মাধ্যমে সরকার কর্তৃক বরাদ্দ কৃত এলাকার সেবা গ্রহীতাদের দোড়গোড়ায় মাঠকর্মী, প্যারামেডিকস এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান করা। স্ট্যাটিক ক্লীনিকের মাধ্যমে সুবিধা বঞ্চিত ও দরীদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে অথবা স্বল্পমূলে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ ডেলিভারী(নরমাল/সিজারীয়ান) ও প্রাথমিক সেবা এবং বিনামূল্যে এইচ আইভি পরীক্ষা করা।বিধবা, নির্যাতিত এবং সুবিধা  বঞ্চিত নারীদেরকে নিয়ে  ক্লাব গঠণের মাধ্যমে বিভিন্ন ধরণের কারিগরী প্রশিক্ষণ ও প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে তাদের ক্ষমতায়ন ও সাবলম্বী করে তোলা।