বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)

FPAB

সর্বশেষ:

Latest news

পঠভূমি

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি)একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অরাজনৈতিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।১৯৫৩ সালে মরহুম ডাক্তার হুমায়রা সাইদেও নেতৃত্বে এ সংগঠনের জন্ম হয়।প্রাথমিক অবস্থায় দুটি উদ্দেশ্যকে সামনে রেখে এ প্রতিষ্ঠান কাজ আরম্ব করে। উদ্দেশ্যগুলো নিম্নরুপঃ

প্রথমতঃ মা ও শিশু স্বাস্থ্য কল্যানের লক্ষ্যে ও পরিকল্পিত পরিবারের ধারণাকে জনপ্রিয় করা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনে আগ্রহী দম্পতিদের প্রয়োজনীয় তথ্য ও সামগ্রী সরবরাহ করা।

দ্বিতীয়ত: পরিবার পরিকল্পনাকে জাতীয় কর্মসূচীতে অন্তভর্’ক্ত করা লক্ষ্যে সরকারের নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধিদেও উদ্বুদ্ধ করা।

ক্রম উপজেলার নাম নিয়মিত অনিয়মিত স্বেচ্ছাসেবী সর্ব্ মোট
সদর,দক্ষিণ সুরমা পুরুষ মহিলা মোট পুরুষ মহিলা মোট পুরুষ মহিলা মোট
01 11 8 19 1 39 40 128 69 197 256

বাংলাদেশ সরকার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি:

প্রাপ্ত স্বীকৃতির নাম প্রদানকারী প্রতিষ্ঠানের নাম তারিখ/সন
পরিবার পরিকল্পনা কার্যক্রম নীতিগত ভাবে অনুদান
বাংলাদেশ সরকার ১৯৫৭
জাতীয় ভিত্তিক বেসরকারী সংস্থা (এফপিএবি) রাষ্টীয় জনসংখ্যা পুরুষ্কার বাংলাদেশ সরকার ১৯৯০